জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম


জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করতে চান? তাহলে এই পোস্ট আপনার জন্য। জাতীয় পরিচয়পত্র সংশোধন, তথ্য হালনাগাদ ও অন্যান্য সেবা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ইতোমধ্যে ভোটার হতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইনে সংশোধন করার জন্য প্রথমেই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনার বর্তমান কার্ডের নম্বর ও একটি কার্যকর মোবাইল নম্বর, আপনার জন্ম তারিখ ও ঠিকানা সম্পর্কিত তথ্য প্রয়োজন।

নিবন্ধন করে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ পেতে পারেন -

১। নিজস্ব প্রোফাইল তথ্য।

২। নির্বাচনকালীন ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য।

৩। কার্ডের তথ্য পরিবর্তন/সংশোধন/হালনাগাদের জন্য আবেদন।

৪। ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন/সংশোধন/হালনাগাদের আবেদন।

৫। হারানো/নষ্ট কার্ড পুনর্মূদ্রনের আবেদন।

৬। ছবি,স্বাক্ষর ইত্যাদি পরিবর্তনের এপয়েন্টমেন্ট করা।

৭। আবেদনপত্রের বর্তমান অবস্থা জানার সুযোগ।

জাতীয় পরিচয়পত্রে যেসব তথ্য লেখা থাকে সেগুলোর যেকোনো একটি সংশোধন করতে চাইলে প্রথমবার আবেদনের জন্য ২০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যতবার আবেদন করবেন ৪০০ টাকা ফি দিতে হবে।

এছাড়া আরও কিছু তথ্য রয়েছে যেগুলো জাতীয় পরিচয়পত্রে লেখা থাকে না। সেগুলোও সংশোধন করা যায়।

সে ক্ষেত্রে প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তীতে প্রতিবার ৩০০ টাকা ফি দিতে হবে।

আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন ফরম (উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য)