জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত?


জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত?

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম নিয়ে আমরা আগের পোস্টে আলোচনা করেছি। আজ আপনাকে জানাবো জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি কত?

জাতীয় পরিচয়পত্র নবায়ন ফি

এনআইডির মেয়াদ হবে তা প্রদানের তারিখ হতে ১৫ বছর। জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে বা পরে নবায়ন করার জন্য প্রত্যেক নাগরিককে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের নিকট আবেদন করতে হবে। ভোটার আইডি নবায়ন ফি ১০০/- টাকা সাধারণ (৩০ কর্মদিবস) এবং ১৫০/- টাকা জরুরি (০৭ কর্মদিবস)।

হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন পরিচয়পত্র আবেদন ফি

ভোটার আইডি কার্ড হারানো বা নষ্ট হয়ে গেলে যে কোন থানায় প্রথমে জিডি করতে হবে। নিম্নহারে ফি প্রদান সাপেক্ষে জিডির মূল কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। 

প্রথমবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: সাধারণ- ২০০/- টাকা (৩০ কর্মদিবস), জরুরি – ৩০০/- টাকা (০৭ কর্মদিবস)

দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: সাধারণ- ৩০০/- টাকা (৩০ কর্মদিবস), জরুরি – ৫০০/- টাকা (০৭ কর্মদিবস)

পরবর্তী যে কোনবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: সাধারণ- ৫০০/- টাকা (৩০ কর্মদিবস), জরুরি – ১০০০/- টাকা (০৭ কর্মদিবস)  

জাতীয় পরিচয়পত্র সংশোধন : আপনার সব প্রশ্নের উত্তর জেনে নিন

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে কত টাকা লাগবে?

জাতীয় পরিচয়পত্রের বাংলা ও ইংরেজিতে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপের তথ্য পরিবর্তনকে ‘জাতীয় পরিচয়পত্র সংশোধন’ হিসাবে গণ্য করা হয়। এরকম সংশোধনের ফি নিচে দেওয়া হল-

প্রথমবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ২০০/- টাকা।

দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ৩০০/- টাকা।

পরবর্তী যে কোনবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ৪০০/- টাকা।
 
জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধন ফি কত?

জাতীয় পরিচয়পত্রের উপরের উল্লেখিত তথ্যসমূহ ছাড়া অন্যান্য তথ্য সংশোধন করাকে তথ্য-উপাত্ত সংশোধন হিসাবে গণ্য করা হয়। এরকম সংশোধনের ফি নিচে দেওয়া হল-

প্রথমবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ১০০/- টাকা।

দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ২০০/- টাকা।

পরবর্তী যে কোনবার আবেদনের ক্ষেত্রে নির্ধারিত ফি: ৩০০/- টাকা।

এই ফি যে কোন সময় পরিবর্তন হতে পারে। সবশেষ তথ্য জানতে এখানে ক্লিক করুন